Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

জবি শিক্ষার্থীর আত্মহত্যা

সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪, ০৬:০০ পিএম


সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় সহপাঠী রায়হান সি‌দ্দিকী আম্মানের জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে‌ছে আদালত।

রোববার আম্মান সিদ্দিকীর প‌ক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন ক‌রলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক তা নামঞ্জুর করেন।

এর আগে গ্রেপ্তার আম্মাদ সিদ্দিকীর দুই দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাত অবন্তিকা সহকারী প্রক্টর দীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে ফেসবুকে পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে সহকারী প্রক্টর দীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকীর নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছিল আদালত।

আরএস

Link copied!