নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৪, ০৩:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৪, ০৩:২৬ পিএম
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট ৬ জন বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন হবিগঞ্জের দুই উপজেলা চেয়ারম্যান।
গত ৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবেদ রাজা এবং এডভোকেট ফয়জুর রহমান হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের পক্ষে এই নোটিশ প্রদান করেন।
আজ ৬ এপ্রিল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা।
উকিল নোটিশে বলা হয়েছে , বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন বিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের ১০,০০০(দশ হাজার) ও ৫০০০(পাঁচ হাজার) টাকার পরিবর্তে যথাক্রমে ১,০০,০০০(এক লক্ষ)ও ৭৫,০০০(পঁচাত্তর হাজার) টাকা নির্ধারণ করেছে । তাই পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ ৬ জনের নিকট রেজিষ্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শুধুমাত্র অনলাইনে নমিনেশন জমা দেয়ার বিধিও পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়।
আগামী ৩ দিনের মধ্যে উক্ত বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আরএস