Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৪, ০৫:০৪ পিএম


ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আর রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।

এর আগে গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৭ মে) আসনটিতে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। পাশাপাশি মনোনয়ন যাচাই-বাছাই  ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে এবং আপিল নিষ্পত্তির সময় আগামী ১৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। আর পরদিন ১৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ৫ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আরএস

Link copied!