Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আইনমন্ত্রী

বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৪, ০৪:৩২ পিএম


বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে। তারা পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো।

শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এখন যে উন্নয়ন হচ্ছে সেটি মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বিএনপির সময় ঋণখেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও মন্তব্য করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

 

 

Link copied!