নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪, ০১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪, ০১:৩০ পিএম
‘সানবিস বাই তনি’র গুলশানের শোরুম বন্ধ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাই দোলনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
এদিকে আগামী ১০ দিনের মধ্যে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ১০ দিন পর রুলের পরবর্তী শুনানি হবে।
এর আগে গত ২১ মে রিট পিটিশনটি দায়ের করেন তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।
রোববার প্রথম শুনানি হলে সময় চায় ভোক্তা অধিদপ্তর। তখন একদিনের সময় দিয়ে মঙ্গলবার আদেশের জন্য রাখেন আদালত। সোমবার বেলা ১২টার দিকে আদালত রুল জারি করেন।
এ বিষয়ে তনির আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি বিধি ও আইন মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। কিন্তু তারা আইনের ব্যাত্যয় ঘটিয়েছে। তনির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা ৩০ দিনের সময়সীমা পার হওয়ার পর।
ইএইচ