Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এমপি আনার হত্যা: শিলাস্তিদের আরও ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৩১, ২০২৪, ০৫:০২ পিএম


এমপি আনার হত্যা: শিলাস্তিদের আরও ৫ দিনের রিমান্ড

বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামির ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩১ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান।

প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে এদিন দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের ফের ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার তিন আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিআরইউ

Link copied!