Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিটিভিতে আগুন

বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৪, ০৬:৫৫ পিএম


বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার মহানগর মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন। আগামী ৩ আগস্ট রিমান্ড শেষে তাঁদের আবার আদালতে হাজির করা হবে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ, আবু বকর সিদ্দিক ও তানজিম চৌধুরী। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে আটক করা হয়।

আরএস

Link copied!