নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৪, ০৭:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৪, ০৭:২১ পিএম
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শনিবার (১০ আগস্ট) এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।
তিনি বলেন, ‘প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।’
এর আগে আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে খবর প্রচার হয়। এদিকে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। ছাত্র-জনতার আল্টিমেটামের পর প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আরএস