Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চার বিচারপতি ও এক উপদেষ্টা শপথ নেবেন আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ১০:৪৫ এএম


চার বিচারপতি ও এক উপদেষ্টা শপথ নেবেন আজ

অন্তবর্তীকালীন নতুন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনে বেলা ১১টায় শপথ অনুষ্ঠান হবার কথা আছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন।

যুক্তরাষ্ট্রে থাকায় ফারুক ই আজম অন্য উপদেষ্টাদের সাথে শপথ নেননি। একাত্তরে চট্টগ্রাম বন্দরে অপরেশন জ্যাকপটে সাব-কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম। চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম তার। ফারুক ই আজম শপথ নিলে অন্তবর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টারই শপথ নেয়া সম্পন্ন হবে।

এদিকে আজ শপথ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতিও। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিচারপতিরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চার বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৬ জনে।

বিআরইউ

Link copied!