Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

উপদেষ্টা আদিলুর রহমানের ২ বছরের সাজা বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ০৩:০৩ পিএম


উপদেষ্টা আদিলুর রহমানের ২ বছরের সাজা বাতিল

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের সাজা বাতিল করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১৩ সালের ৫-৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে ‘মিথ্যা ও বিকৃত’ তথ্য প্রচারের অভিযোগে একই বছর অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের নামে মামলা হয়। এরপর ওই বছরের ১০ আগস্ট গ্রেফতার হন তিনি। পরে ৬১ দিন কারাভোগ করেন।

২০১৪ সালের ৮ জানুয়ারি এ মামলায় আইসিটি আইনের ৫৭ (২) ধারায় আদিলুর রহমান বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমানকে কারাদণ্ডে দণ্ডিত করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই বছরের অক্টোবরে তারা জামিনে কারাগার থেকে মুক্তি পান।

সবশেষ বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর রহমান।

বৃহস্পতিবার তাদের করা আপিল মঞ্জুর করেন বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ। এদিন আদালতে আদিলুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

বিআরইউ

Link copied!