Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আরেক হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৪, ০৯:১৯ পিএম


আরেক হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপু মনি

আরেকটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দীপু মনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মো. রেজাউল আলম।

অপরদিকে আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন দীপু মনি। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গত ২০ আগস্ট দীপু মনিকে রিমান্ডে পাঠান আদালত।

ইএইচ

Link copied!