Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৭ দিনের রিমান্ডে গোলাপ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ০৭:০৩ পিএম


৭ দিনের রিমান্ডে গোলাপ

কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার রিমান্ডের আদেশ দেন।

একই মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ।

পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইএইচ

Link copied!