Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০২:১৪ পিএম


বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় মোশাররফ হোসেন কাজলসহ ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম তা নিশ্চিত করে বলেন, বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শুরু করা হবে।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।

ইএইচ

Link copied!