Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীর্ঘ ১১ বছর পর সচল ত্বকী হত্যা মামলা, তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:৩০ পিএম


দীর্ঘ ১১ বছর পর সচল ত্বকী হত্যা মামলা, তিনজন রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম থাকা ৩ জনকে গ্রেপ্তার করেছে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব-১১। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ জনকেই ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামছুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত মামুন ও শাওন এবং মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তাররকৃত কাজলের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেপ্তার মামুন ও শাওনের এবং মঙ্গলবার গ্রেপ্তার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি ত্বকী। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর লাশ পাওয়া যায়।

ইএইচ

Link copied!