Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

আছাদুজ্জামান মিয়ার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২৪, ১০:৫৬ এএম


আছাদুজ্জামান মিয়ার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে নেওয়া হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আসাদুজ্জামানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

বিআরইউ

Link copied!