Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আরেক মামলায় হাজী সেলিম-কাউন্সিলর মানিক ও সৈকত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৭, ২০২৪, ১০:৫২ এএম


আরেক মামলায় হাজী সেলিম-কাউন্সিলর মানিক ও সৈকত গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

এর আগে, এদিন আসামিদের আদালতে হাজির করে ওই মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর বংশাল থেকে গত ১ সেপ্টেম্বর রাতে হাজী সেলিম, ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তানভীর হাসান সৈকতকে এবং গত ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গদ ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় রাকিবের বাবা জাহাঙ্গীর হোসেন মামলা দায়ের করেন। মামলায় হাজী সেলিম এক নম্বর আসামি।

ইএইচ

Link copied!