Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আইন উপদেষ্টা

৩ নভেম্বরের মধ্যে মূল ভবনে চলবে জুলাই গণহত্যার বিচার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৩, ২০২৪, ১২:৫৭ পিএম


৩ নভেম্বরের মধ্যে মূল ভবনে চলবে জুলাই গণহত্যার বিচার

ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ আগামী ৩ নভেম্বরের মধ্যে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা জানান আইন উপদেষ্টা। এদিন সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে যান আইন উপদেষ্টা।

সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!