আমার সংবাদ ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪, ০১:৪২ পিএম
আমার সংবাদ ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪, ০১:৪২ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে দু`টি মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত এই আদেশ দেন। এদিন আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
আনিসুল হকের মামলায় অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন।
বিআরইউ