Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

হাইকোর্টের আদেশ স্থগিত: ঢাকায় চলবে ব্যাটারিচালিত রিকশা

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৪, ০৩:৩১ পিএম


হাইকোর্টের আদেশ স্থগিত: ঢাকায় চলবে ব্যাটারিচালিত রিকশা

ঢাকা মহানগরের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

সোমবার দুপুরে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়।

এর আগে সোমবার সকালে ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ নিয়ে গত কয়েকদিন ধরেই রাস্তায় বিক্ষোভ দেখা গেছে। কয়েক জায়গায় হয়েছে সংঘাতও।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।

এরপর ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

ইএইচ

Link copied!