Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে আইনজীবী হত্যা: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৪, ১২:১৭ পিএম


চট্টগ্রামে আইনজীবী হত্যা: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে।

সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন।

এদিকে আদালতে প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনায় একই দিন রাতে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। আলম নামে একজন বাদী হয়ে দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালত এলাকার ঘটনায় শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি আমরা একেবারে যাচাই-বাছাই করে আসামি করেছি। এর আগে একই ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল।

ইএইচ

Link copied!