নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৪, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৮, ২০২৪, ০১:৩৪ পিএম
বিচার ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। আগামীতে বিচার বিভাগকে পাশে পাবে মানুষ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কারণ আমরা সবাই অবগত। সততার বদলে শঠতা, ন্যায়বিচারের বদলে অন্যায়, আশ্রয়ের বদলে নির্যাতনের কারণে আমরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে।’
সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘জনগণকেন্দ্রিক উদ্যোগে আপনারা বিচার বিভাগকে পাশে পাবেন। সুযোগের সদ্ব্যবহার যেন করতে পারি তা খেয়াল রাখতে হবে। বিচার ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। আগামীতে জনগনের বিচার বিভাগকে পাশে পাবে মানুষ।’
প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, ‘অন্যায় যেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে।’ এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
ইএইচ