Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পিলখানা হত্যাকাণ্ড

আপাতত হচ্ছে না তদন্ত কমিটি

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৪, ০৪:০৫ পিএম


আপাতত হচ্ছে না তদন্ত কমিটি

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে ২টি মামলা বিচারাধীন থাকায় এখন স্বাধীন তদন্ত কমিটি গঠন করা সম্ভব নয় বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

এর আগে বিডিআর হত্যার ঘটনার সঠিক তথ্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টের রিট করা হয়।

পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় করা হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ের পর হাইকোর্টে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরও ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। ওই সময় খালাস পান ২৮৩ জন।

মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। এ ছাড়া বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির মামলা বিচারিক আদালতে এখনো ঝুলে আছে।

ইএইচ

Link copied!