আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:২০ পিএম
আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:২০ পিএম
সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দেন।
এদিন সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সাভার থানার আরও ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাইয়ুম।
আরএস