Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

প্রধান বিচারপতি

বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:১১ পিএম


বিচার বিভাগ সংস্কার কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ২১ সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। বিচার বিভাগের বিস্তৃত সংস্কার প্রস্তাব সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে এবং সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে।

বলেন, জনগণের জন্য দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

শনিবার ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এ কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি আমাদের সেমিনার সিরিজের পঞ্চম এবং রাজধানীর বাইরে অনুষ্ঠিত চতুর্থ সেমিনার। দেশব্যাপী সংস্কার কার্যক্রমের মধ্যেই এটি আয়োজিত হয়েছে এবং বিভিন্ন খাতে সংস্কারের ওপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত সংস্কার রোডশো এখন শক্তিশালী গতিতে এগিয়ে যাচ্ছে। ফলে জেলা আদালত ও বিচারিক ম্যাজিস্ট্রেসি নিজেদের সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

প্রধান বিচারপতি উল্লেখ করেন, ২০২৫ সালের ১০ থেকে ১২ ফেব্রুয়ারি রাজশাহীর জেলা আদালত, মেট্রোপলিটন সেশন আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালু হওয়া হেল্পলাইন সুপ্রিম কোর্ট হেল্পলাইন অনুসরণ করে গঠিত হয়েছে। এটি জনগণের জন্য দ্রুত ও কার্যকর বিচারসেবা নিশ্চিতের লক্ষ্যে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ময়মনসিংহ সেমিনারের মূল উদ্দেশ্য সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং এই প্রচেষ্টার স্থায়িত্ব নিশ্চিত করা। তিনি জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসিকে নিজ নিজ অবস্থান থেকে সংস্কারক ও উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, আগামী মাসগুলো জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও ভবিষ্যৎ সংস্কারের ওপর প্রভাব ফেলবে।

তিনি বলেন, ‘আমার বার্তা খুবই স্পষ্ট— দায়িত্ব নিন। আশা করি, এই বার্তা সারাদেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সেমিনারে ময়মনসিংহ বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তৃতায় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ একটি যুগোপযোগী পদক্ষেপ। উন্নয়ন সহযোগী হিসেবে বিচার বিভাগের আধুনিকায়নে ইউএনডিপি পাশে থাকবে।

ইএইচ

Link copied!