Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, কামরুলসহ ৬ জন

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

মার্চ ৩, ২০২৫, ১২:৩২ পিএম


নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল, কামরুলসহ ৬ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র সোমবার মামলার তদন্তে গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করেন।

এছাড়া, মামলার আসামি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে কাফরুল এলাকায় বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম, যিনি পরে হাসপাতালে মারা যান। পরবর্তীতে ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীবের দায়ের করা হত্যা মামলায় এরা ছয়জন আসামি হিসেবে নাম আসেন।

তদন্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম আসামিদের আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা বিচারক মঞ্জুর করেন।

ইএইচ

Link copied!