Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

হিযবুত তাহরীরের ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৭, ২০২৫, ০৭:৪২ পিএম


হিযবুত তাহরীরের ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর

রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর তিন সদস্যের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। এদের মধ্যে মনিরুল ইসলামকে দুই দিন, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে একদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিপন্ন করার জন্য এবং জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশে ৭ই মার্চ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে মার্চ ফর খেলাফতে কর্মসূচি ঘোষণা করে। এজন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ ১৬ নং রোডের ৪৬ নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহর বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুইজনকে আটক করা হয়। অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে ৬ মার্চ দিনগত রাতে সাড়ে ১২ টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ১/এ নং রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে জানায়।

এ ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাব-ইন্সপেক্টর আলমগীর কবির মামলা দায়ের করেন।

আরএস

Link copied!