Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫,

কাঁদতে কাঁদতে শাজাহান খান বললেন ‘পাঁচ মাসে ছেলের সঙ্গে দেখা হয়নি’

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৫, ০২:৪৪ পিএম


কাঁদতে কাঁদতে শাজাহান খান বললেন ‘পাঁচ মাসে ছেলের সঙ্গে দেখা হয়নি’

বড় ছেলে আসিবুর রহমান খানের সঙ্গে পাঁচ মাস দেখা না হওয়ার কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, "আমার ছেলে কি করেছে?"

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে শুনানি চলাকালে তিনি এই কথা বলেন।

আদালত বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তিনি জানান, "আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা হয়নি।"

শুনানির পর শাজাহান খান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, "আমার ছেলে কি করেছে? আমি ঢাকায় থাকাকালে সে মাদারীপুরে ছিল।"

পরে শাজাহান খান রিমান্ড শুনানির সময় আরও বলেন, "পিপি সাহেব বলেছেন, আন্দোলনে পুলিশ গুলি করেছে, তবে আমি পুলিশকে গুলি চালানোর অর্ডার দিতে পারি না।" তিনি নিজেকে এই মামলায় জড়িত না দাবি করে বলেন, "এটা ষড়যন্ত্রমূলক মামলা।"

এদিকে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শাজাহান খানকে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। এরপর তাকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়।

হাজতখানায় নেওয়ার সময় তিনি বলেন, "পুলিশ বলছে কথা বলা নিষেধ, কিন্তু এটা গণতান্ত্রিক দেশ। আমি সারা জীবন কথা বলে এসেছি, কথা বলেই যাব।"

ইএইচ

Link copied!