Amar Sangbad
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫,

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১২, ২০২৫, ০৯:০১ পিএম


রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় আব্দুল জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।

শনিবার (১২ এপ্রিল) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (৮ এপ্রিল) তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার। এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তুরিন আফরোজ ৩০ নম্বর এজহারনামীয় আসামি।

আরএস

 

Link copied!