Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

গণহত্যার অভিযোগে ১৬ জনের ট্রাইব্যুনালে হাজিরা আজ

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৭ এএম


গণহত্যার অভিযোগে ১৬ জনের ট্রাইব্যুনালে হাজিরা আজ

জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই সাবেক উপদেষ্টাসহ ১৬ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজ (রোববার, ২০ এপ্রিল) দিন ধার্য রয়েছে।

এই বিষয়ে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এই মামলায় আজকের দিনটি নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তারও আগে, গত বছরের ১৭ ডিসেম্বর আসামিদের হাজির করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল।

আসামিরা হলেন- আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।

এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

ইএইচ

Link copied!