Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি মঙ্গলবার

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২৫, ১০:৩৪ এএম


এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন শুনানি শেষে মূল আপিলের অনুমতি দেন। আদালত আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন।

এই মামলাই দেশের ইতিহাসে প্রথম, যেখানে রিভিউ শুনানি শেষে মূল আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জানুয়ারি আপিল বিভাগ এ মামলার রিভিউ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল। তবে সেদিন শুনানি না হওয়ায় পরে ২৩ ফেব্রুয়ারি নতুন করে শুনানির দিন নির্ধারণ করা হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হবে কি না, সেটি নির্ধারিত হবে এই আপিল শুনানির পরবর্তী কার্যক্রমের মাধ্যমে।

সার্বিক বিষয়ে আদালতের আদেশ ও সিদ্ধান্ত দেশবাসীর নজরে রয়েছে।

ইএইচ

Link copied!