Amar Sangbad
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫,

মোহরানার টাকা পরিশোধ, তারপরও বিভিন্ন মামলা

ফেব্রুয়ারি ৪, ২০১৬, ০২:২৩ পিএম


মোহরানার  টাকা পরিশোধ, তারপরও বিভিন্ন মামলা

বিয়ের অনুষ্ঠানে সাথে সাথে দেনমোহরের ১০ লক্ষ টাকা পরিশোধ। সহবাস হয়নি ১ দিনও, তারপর তালাক। অতঃপর স্বামী ও শাশুড়ী সরলতার সুযোগ নিয়ে তালাক প্রাপ্ত স্ত্রী ঢাকার আদালতে একের পর এক মামলা করে হয়রানী করছে অপূর্বকে।

গত ২৮ আগষ্ট ২০১৪ তারিখে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে অগ্রনী ব্যাংকের ডিজিএম সিরাজুল ইসলামের কন্যা নুজহাত ইসলাম অন্তরার সাথে মোস্তাক আহমেদ পুত্র কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার মুফরাদ আহমেদ ফাহমি (অপূর্ব) সাথের বিবাহ হয়। সে অনুষ্ঠানে স্ত্রীকে নগদ স্বর্ণালংকারসহ ১০ লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করে। অতঃপর দু’জনের সহবাস হয় নি। বর কন্যার তুলনায় উচ্চতায় বিশাল দেহের অধিকারী হওয়ায় তাদের এ অবস্থা ।

অবশেষে ২০১৫ সালের ২৩ নভেম্বর তারিখে নুজহাত কে তালাক দেয়। তালাকের কারণ হিসাবে জানতে চাইলে মুফরাদ আহমেদ ফাহমি (অপূর্ব) বলেন, মেয়েটি তার সাথে এক সাথে থাকতে রাজি না থাকায় সুদীর্ঘ অপেক্ষার পর বাধ্য হয়ে তালাক দিয়েছি। অপূর্ব আরো বলেন, তালাক দেওয়ার পর অসৎ উদ্দেশ্যে প্রথমে ৫০ লক্ষ টাকা যৌতুকের অভিযোগ এনে তার ও তার পিতা মোস্তাক আহমেদ ও তার মা নাসিমা পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় জামিন নেওয়ার পর নুজহাত ইসলাম অন্তরা ঢাকার সহকারী জজ পারিবারিক আদালতে মামলা নং-৪৯/১৬ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা নং-২২/১৬ দায়ের করে হয়রানি করেছে। অপূর্ব আরো বলেন, মেয়ের বাবা সিরাজুল ইসলাম অগ্রনী ব্যাংকের ডিজিএম সেই খুটির জোরে একের পর এক মামলা করে যাচ্ছে বাদিনী নুজহাত ইসলাম অন্তরা। গত ০২/০২/১৬ইং তারিখে অপূর্ব ঢাকার সি.এম.এম আদালত থেকে জামিন নেওয়ার সময় তার সাথে উপরোক্ত কথা গুলি হয়। যৌতুকের মামলায় তাকে জেলে পাঠাতে ব্যর্থ হয়ে অপদস্থ করার হীন মানসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেছেন বলে এ প্রতিবেদক কে জানান।