জুলাই ১১, ২০১৬, ০১:৫৪ এএম
রিংওয়ার্ম বা দাদ খুবই সাধারণ ফাংগাল ইনফেকশন। শরীরের বিভিন্ন স্থানে যেমন- হাত, পা, পিঠ, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল এবং মাথার তালুতেও হতে দেখা যায়। এটি খুবই সংক্রামক রোগ যা খুব সহজেই একজন থেকে অন্য জনে ছড়িয়ে পড়ে। দাদ হলে ত্বকের উপর গোলাকার দাগ সৃষ্টি হয়, চুলকানি হয় এবং আঁশ উঠে। এই লাল রিং এর মত চেহারার জন্যই এই ছত্রাক ইনফেকশনের নাম রিংওয়ার্ম হয়েছে। চলুন জেনে নিই রিংওয়ার্মের ঘরোয়া প্রতিকারগুলো সম্পর্কে-
১। তুলসিঃ-
তুলসি পাতায় অ্যান্টিইনফ্লামেটরি ও অ্যান্টিফাংগাল উপাদান থাকে যা দাদের সংক্রমণ ছড়িয়ে যাওয়াই প্রতিহত করেনা বরং উপসর্গ দূর করতেও সাহায্য করে। চুলকানি ও র্যাশ দূর করে। এজন্য তুলসি পাতার রস বের করে আক্রান্ত স্থানে লাগাতে হবে।
২। হলুদঃ-
কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে রিংওয়ার্ম এর ইনফেকশন ভালো হয়। হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাংগাল উপাদান রিংওয়ার্ম এর ইনফেকশন ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে।
৩। জায়ফলঃ-
জায়ফল গুঁড়া করে পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট দাদের স্থানে লাগান। এতে রিংওয়ার্ম প্রাকৃতিক ভাবে দূর হবে। জায়ফলের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিইনফ্লামেটরি উপাদান দাদ নিরাময়ে সহায়তা করে।
৪। মধুঃ-
মধু ছত্রাকের বৃদ্ধিকে প্রতিহত করে। কারণ মধুতে হাইড্রোজেন পারঅক্সাইড ও ছত্রাক নাশক উপাদান আছে। পরিষ্কার তুলার প্যাডে মধু লাগিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন যাতে সম্পূর্ণ দাদের স্থানটি ঢাকা পরে। কাঁচা ও অর্গানিক মধু ব্যবহার করতে হবে। দাদ দূর হওয়া পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করতে করুন।
৫। অ্যালোভেরাঃ-
ছত্রাকের ইনফেকশনের জন্য অ্যালোভেরা কত উপকারি তা অনেকেই জানেন না। অ্যালোভেরাতে রেজিন থাকে বলে তা রিংওয়ার্মের চুলকানি, যন্ত্রণা ও প্রদাহ কমাতে সাহায্য করে। রেজিন রিংওয়ার্মের চুলকানি, যন্ত্রণা ও অন্যান্য হতাশাজনক উপসর্গ কমাতে পারে। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগান। দাদ দূর হওয়া পর্যন্ত দিনে কয়েকবার অ্যালোভেরা জেল লাগান।