Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দাম্পত্যে যেসব সমস্যা পরকীয়ার ঝোক বাড়ায়

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২২, ০৩:১২ পিএম


দাম্পত্যে যেসব সমস্যা পরকীয়ার ঝোক বাড়ায়

বিশ্বজুড়ে পরকীয়া সমস্যা ‍দিন দিন বেড়েই চলেছে। তারকাদের জীবনে এই চর্চা থাকলেও সাধারণ পরিবারেও এখন এ সমস্যার সৃষ্টি হয়েছে। এই সম্পর্ক  সমাজের সকলের কাছে ঘৃণার পাত্র।

এই অবৈধ সম্পর্কের পেছনে রয়েছে নানা কারণ। সে খবর অনেকেই রাখেন না। জেনে নিন কোন পরিস্থিতির শিকার হয়ে মানুষ জড়িয়ে পড়তে পারেন পরকীয়া সম্পর্কে-

>> এমন অনেকেই আছেন যাদের পূর্বে সম্পর্ক ছিল কিন্তু পছন্দের মানুষের সাথে বিবাহ হয়নি। তবে ভালোবাসা হয়তো কমে যায়নি বিয়ের পরেও পূর্বের নানা স্মৃতি মনে করে যোগাযোগ  রক্ষার চেষ্টা করেন নিয়মিত। পর্যায়ক্রমে ঝুকে পড়েন পরকীয়ার দিকে।   

>> জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরেও অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরিবারের সদস্যের অসুস্থতা, কারও মৃত্যু, চাকরি চলে যাওয়া, আর্থিক অনটনে অনেকে পরিবারের বাইরে মুক্তির পথ খোঁজেন। এ সময় পরিচিত কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা একেবারেই বিরল নয়।

>> অনেকের ক্ষেত্রেই দেখা যায় অভিভাবকের চাপে পড়ে বিয়ে করেন। অথচ ওই পাত্র বা পাত্রী তার পছন্দ নয়। বিয়ের পর নিজের ভুল বুঝতে পারেন তারা। তখন কারও সঙ্গে হঠাৎ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।

>> বিয়ের আগে বা বিয়ের সময় অনেকেই নিজেদের জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন না। একসঙ্গে পুরো জীবন কাটাতে হলে একে অপরের গুরুত্ব সম্পর্কে জানা ও বোঝা গুরুত্বপূর্ণ।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দু’জনের জীবনের গুরুত্বের জায়গাগুলো আলাদা। সেখান থেকে শুরু হয় দাম্পত্যে কলহ। আর এ কারণে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে যে কেউই।

>> স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ১০০ ভাগ মিল থাকবে না নিশ্চয়ই! সংসারে দুজনকে মানিয়ে নিতে হয়, এতে সম্পর্ক ভালো থাকে। তবে দুজন দুই মেরুর মানুষ হলে ওই সংসারে অশান্তি লেগে থাকাটাই স্বাভাবিক।

এ কারণে অনেকেরই অভিযোগ থাকে, ‘আমাদের কিছুই মেলে না’। এভাবে চলতে থাকলে দাম্পত্যে দুরত্ব বাড়ে ও সঙ্গী পরকীয়ায় ঝুঁকতে পারেন।

>> পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ বৈবাহিক জীবনে যৌন অতৃপ্তি। বেশিরভাগ ক্ষেত্রেই পরকীয়ার পেছনে লুকিয়ে থাকে এই কারণ।

>> দাম্পত্য সম্পর্কে উত্তেজনার অবসান ঘটলেও পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন সঙ্গী। সম্পর্ক দীর্ঘদিনের হলে তাই দুজন দুজনকে সময় দেওয়া জরুরি। না হলে একঘেয়ে হয়ে ওঠে।

প্রতিদিনের জীবনের বাইরে অনেকে উত্তেজনা খুঁজে নিতে চান। স্বামী বা স্ত্রীর মধ্যে সেভাবে বড় কোনো সমস্যা না থাকলেও শুধু উত্তেজনা খুঁজতে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।

আরইউ

Link copied!