Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারীরা যে অভ্যাসে পুরুষের প্রেমে পড়ে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২২, ০৩:৩৬ পিএম


নারীরা যে অভ্যাসে পুরুষের প্রেমে পড়ে

প্রেম একটি অস্থায়ী বস্তু কখন কে কার প্রেমে পড়ে যায় তা বুঝা অনেক কঠিন। তবে সিঙ্গেলরা জীবন সঙ্গী খুঁজতে  লালন করে কতিপয় অভ্যাস যা মেয়েরা পছন্দ করে। মেয়েদের পছন্দের অভ্যাস গুলো জানলে আপনিও করতে পারেন পছন্দের মানুষকে প্রেম নিবেদন।


>> একজন নারী সব সময় আত্মবিশ্বাসী পুরুষকে পছন্দ করেন। কিছু বলার আগেই সব বুঝে নেবে কিংবা সব পরিস্থিতিতে পাশে থাকবে এমন পুরুষের সান্নিধ্য পছন্দ করেন নারীরা।

আসলে আত্মবিশ্বাসী পুরুষ অন্যকে অনেকটা সুরক্ষা দিতে পারেন। এক্ষেত্রে সুরক্ষা মানসিকও হতে পারে। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে।

>> কেউই মনমরা মানুষকে পছন্দ করেন না। নারীরাও চান তার সঙ্গী যেন হাসি-খুশি হন। হেসে খেলে কথা বলা মানুষ অনেক বেশি সদর্থক হন। তাদের পাশে থাকলেই একটা পজিটিভ ভাইব পাওয়া যায়।

এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাসলে মানুষের চেহারা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাই এমন পুরুষকে মহিলারা অনেকটাই ভালোবাসেন।

>> মনমতো সঙ্গী পেতে শরীরচর্চাও করতে হবে নিয়ম মেনে। আসলে ফিটনেস ভালো রাখাটা খুবই জরুরি। আসলে ফিট থাকা পুরুষরা অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তাদের কাছে থাকলে নারীরা সুরক্ষিত বোধ করেন।

>> নারীরা তার জীবনসঙ্গীর কাছে নিরাপত্তা খুঁজতে চান। বেশ কিছু গবেষণায় বলা হয়েছে, জীবনসঙ্গীর মধ্যে নারীরা তার বাবার ছাঁয়া খোঁজেন। বাবা নিজের মেয়েকে যেমন যত্নে রাখেন, ঠিক তেমনটাই যেন হন তার জীবনসঙ্গী এমনটিই আশা করেন নারীরা।

>> অনেক পুরুষই প্রেমিকার কথা শোনেন না বা তার মতামতকে প্রাধান্য দেন না। এমন প্রেমিকরা মানুষের উপর চাপিয়ে দেন নিজের মতামত। এমন দৃষ্টিভঙ্গি মোটেও ঠিক নয়। কারও মতামতকে কখনো ছোট করে দেখবেন না।

আরইউ

Link copied!