Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এবার ঘরোয়া উপায়ে দূর করুন মাথার খুশকি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ২, ২০২২, ০৬:২৯ পিএম


এবার ঘরোয়া উপায়ে দূর করুন মাথার খুশকি

খুশকি চুলের অন্যতম শত্রু । এটি  ভোগান্তির মূল কারণ হতে পারে যদিও সাধারণ সমস্যা মনে করা হয়। শুষ্ক আবহাওয়াসহ খুশকির  আরও অনেক কারণ দায়ী। বিশেষ করে বায়ু দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি হতে পারে খুশকির অন্যতম কারণ। খুশকির কারণে চুলের সুন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে সংক্রমণসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

আপনি খুশকি থেকে বাচঁতে নানা ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আপনার উপকারের চেয়ে তাতে  ক্ষতিই বেশি হয়েছে। এবার আর ক্ষতি নয়

ক্ষতি ছাড়ায় সুলভমূল্যে ঘরোয়া উপদানে দূর করুন আপনার মাথার খুশকি। সুস্থ থাকুন সবসময় ।চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপাদানে মাথার খুশকি দূর করবেন


গরম নারিকেল তেল ম্যাসাজ

প্রথমে নারিকেল তেল গরম করে নিন। তবে খুব বেশি গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। তেল গরম করার পর কিছুক্ষণ রেখে দিন। হালকা গরম অবস্থায় এলে আঙুলের সাহায্যে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। পুরো স্ক্যাল্পে ব্যবহার করুন মিনিট পনেরো ধরে। এরপর পুরো চুলেও তেল লাগিয়ে নিন। এভাবে রেখে দিন আধা ঘণ্টা বা এক ঘণ্টার মতো। এরপর শ্যাম্পু করে নিন। এতে চুল ঝলমলে সুন্দর হবে, খুশকিও থাকবে না।

 

নারিকেল তেল ও জোজোবা অয়েল

নারিকেল তেল চুলের যত্নে উপকারী একথা সবারই জানা। এদিকে জোজোবা অয়েলও কিন্তু কম উপকারী নয়। খুশকি দূর করার জন্য এই দুই রকমের তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এরপর ম্যাসাজ করুন কয়েক মিনিট। ম্যাসাজ শেষে একটি গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। আধা ঘণ্টার মতো রেখে শ্যাম্পু করে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে সহজেই।

 

নারিকেল তেল ও লেবুর ব্যবহার

নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে তা খুশকি দূর করতে দারুণভাবে কাজ করে। সেজন্য দুই টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর স্ক্যাল্প ও চুলে ভালো করে ম্যাসাজ করুন। এভাবে রেখে দিন অন্তত আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে নিন।

 

Link copied!