Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চবি ১৮তম ব্যাচের মিলনমেলা

মিজানুর রহমান (চবি ১৮তম ব্যাচের ছাত্র)

মিজানুর রহমান (চবি ১৮তম ব্যাচের ছাত্র)

ডিসেম্বর ৪, ২০২৩, ০৯:০৬ পিএম


চবি ১৮তম ব্যাচের মিলনমেলা

সোনালী সূর্য উঠার সাথে সাথেই এক ঝাঁক চবিয়ান হাজির পুরান ঢাকার লালকুঠি লঞ্চ ঘাটে । গত ২ ডিসেম্বর দিনটি ছিল চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের ‘চলো যাই ইলিশের বাড়ি চাঁদপুর’ মিলনমেলা। সবার বয়স ষাট এর কাছাকাছি। কিন্ত সতীর্থরা সবাই যেন  ১৮ বয়সের যুবক-যুবতী ।

চাঁদপুরগামী বোগদাদিয়া ৭ রির্জাভেশন করা হয়েছে এটাকে নতুনভাবে সাজানো হয়েছে পুরো একটি দিবস বন্ধুরা আনন্দ করবে বলে।লঞ্চে ঢুকেই দোস্ত কেমন আসিছ? বুকে জড়িয়ে ধরে হৃদয় নিংড়ানো ভালোলাগা ও ভালোবাসার স্বাদ নেয়া। কি করে ভুলি তোকে বন্ধু? দূরন্ত বালকের ন্যায় লঞ্চে টই টই করে ঘুরাঘুরি  ও আড্ডায় মগ্ন থেকে   ঢাকা থেকে সোয়া তিন ঘন্টার পরিবেশ বান্ধব অগ্রহায়ণের হিমেল হাওয়ায়  লঞ্চ ভ্রমণ। ‘‘সে যেন এক নষ্টালজিকের মুগ্ধতা’’। 

লঞ্চে সকালের নাস্তায় হেলাল ভাবীর তৈরী পাঠিসাপটা ও অন্যান্য শীতের পিঠার আয়োজন ক্ষনে ক্ষনে চা/ কফি ভোজন রসিকদেরকে অন্যরকম তৃপ্তি এনে দেয়।গান বাজনা প্যাড়োডি হুই হুল্লোড়ে কমতি ছিল না ।আমন্ত্রিত শিল্পী ও বন্ধু শিমুলের গান  মন্টুর অনবদ্য নাচ কবি আনারকলি ও শিশির এর কবিতার মূর্ছনায় সময়টা বেশ কেটেছে। বন্ধু লাভলুর বউকে আনতে না পারার  হাহুতাশ। চীরসবুজ ইকবালের স্ব-পরিবারে আগমন,মুকুল, এনায়েত, রাজ্জাক, তৈমুর, সঞ্জয়  এর ঐকান্তিক ভালোবাসা, শ্যামল আর অঞ্জলীর নায়ক-নায়িকা ভাব, বান্ধবী লিলির ইনকাম ট্যাক্সের ভীতি এবং  দেশ-বিদেশ ভ্রমণ পিয়াসু বন্ধু ড: কবির,  সাংবাদিক কলামিস্ট  বন্ধু মিজান, হেলাল ও শফিক এর  ভাবনায় কখন যে চাঁদপুর পৌঁছে গেলাম বুঝতেই  পারিনি।

লঞ্চ থেকে নেমে  বঙ্গবন্ধু চত্বরে তিন নদীর মোহনায় ফটোসেশন শেষে দুপুরের খাবারের জন্য  চাঁদপুর এলিট হোটেলে ইলিশের বহুপদীয় খাবার   গ্রহণ। একই লঞ্চে ফেরার  তারা । ভাগ্য যাচাইয়ের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার প্রাপ্তি। চবি ১৮ব্যাচের  অনেক উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও পরিবার পরিজনসহ ঐ দিনের নৌবিহারে ভ্রমন সত্যিই  স্মৃতির মনিকোঠায় স্থান করে নেবে বন্ধুদের মাঝে।
‘‘জয় চবি ১৮ তম ব্যাচ।’’

ভ্রমণের অনুষ্ঠানিকতার মাঝে চাঁদপুর প্রেসক্লাবে চবি ১৮ ব্যাচের বন্ধুদেরকে সম্বর্ধনা দেয়া হয়। ‍ওই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ.এইচএম আহসান উল্লাহ। বক্তব্য দেন চবির প্রাক্তন ছাত্র চাঁদপুরের মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং বন্ধুদের পক্ষ থেকে বক্তব্য দেন তেজগাঁও কলেজ এর পরিসংখ্যান বিভাগের বিভাগ প্রধান প্রফেসর ড: আনোয়ারুল কবির এবং বাসস কর্মকর্তা বন্ধু কানাই লাল, বন্ধু মন্টু ও সাত্তার।

আরএস

Link copied!