মানতাসা তাসনিম
মার্চ ১৮, ২০২৪, ০৭:৩৮ পিএম
মানতাসা তাসনিম
মার্চ ১৮, ২০২৪, ০৭:৩৮ পিএম
রমজানে ইফতারের জন্য একটি অতি পরিচিত খাবার হচ্ছে শরবত। তাছাড়া গরমে শরবত শরীরকে অনেকটা শীতল রাখে। হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে। তবে গরম যতই হোক না কেন ফ্রিজের ঠান্ডা পানি বা শরবত খেতে কিছুটা সতর্ক থাকা জরুরি।
কেন না শরীরে তাপ অনেক বেড়ে গেলে সেই সময় ফ্রিজের খুব ঠান্ডা পানি খাওয়ার বদলে নরমাল ঠান্ডা পানি বা শরবত খাওয়া উচিত। অধিক ঠান্ডা পানি শরীরের ক্ষতি হতে পারে।
রমজানে ইফতারের জন্য স্বাস্থ্যকর পানীয়-শরবত
ডায়াবেটিক রোগীদের চিনি/গুড়/মধুর ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
লেখক: প্রধান পুষ্টিবিদ ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার মিরপুর।
ইএইচ