Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ছুটির দিনে পাতে রাখুন বিফ তেহারি

রন্ধন শিল্পী মহসিনা আক্তার দিতি

রন্ধন শিল্পী মহসিনা আক্তার দিতি

জুলাই ১২, ২০২৪, ০৪:৫৪ পিএম


ছুটির দিনে পাতে রাখুন বিফ তেহারি

বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে বিফ তেহারি খেতে পছন্দ করেন সবাই। সহজ উপায়ে রান্না করতে পারেন বিফ তেহারি। চলুন জেনে নিন কীভাবে রান্না করবেন-

উপকরণ

গরুর মাংস ১ কেজি

পোলাও’র চাল ৬০০ গ্রাম

টক দই আধা কাপ

কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ

ধনে গুঁড়া ১ চা চামচ

গোলমরিচ ভেজে গুঁড়া করা ১ চা চামচ

দারুচিনি এলাচ ৪টি

লবঙ্গ ৪টি

শাহি জিরা ১ চা চামচ

পেঁয়াজ কুচি আধা কাপ

সরিষার তেল আধা কাপ

আদা বাটা ২ টেবিল চামচ

রসুনের বাটা ১ টেবিল চামচ

পোস্তোদানা বাটা ১ চা চামচ

কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ

জিরা গুঁড়া আধা চা চামচ

সয়াবিন তেল আধা কাপ

কাঁচা মরিচ আস্ত ১৫টি

লবণ পরিমাণমতো

মাওয়া ১/৪ কাপ

দুধ আধা কাপ

চিনি ১ চা চামচ

গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ

কেওড়া জল ২ টেবিল চামচ

প্রণালি

মাংস ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবার আদা-রসুন বাটা, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে-জিরা গুঁড়া, পোস্তোদনা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে মেখে রাখতে হবে ১ ঘণ্টা।

হাড়িতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ও পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হলে ঢাকনা খুলে ভাজা মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে ৫ মিনিট রেখে চুলা বন্ধ করুন। চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারুচিনি ও সরিষার ফোড়ন দিয়ে চালের দেড়গুন পানি ও পরিমাণমতো লবণ দিতে হবে। পানি ফুটে উঠলে চাল দিয়ে নেড়ে ঢেকে দিন।

কিছুক্ষণ পরে ওপর থেকে দুধ ও মাওয়া ছিটিয়ে দিতে হবে, পানি সমান হয়ে চাল সেদ্ধ হলে রান্না করা মাংস দিয়ে ভালো ভাবে চালের সঙ্গে মিশিয়ে চিনি ছিটিয়ে তাওয়ার ওপর বসাতে হবে। ১০ মিনিট পরে নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা দিতে হবে। এবার ১০ মিনিট ঢেকে রেখে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন বিফ তেহারি।

ইএইচ

Link copied!