Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

শীতের সময় সহবাসের প্রস্তুতি কেমন হওয়া দরকার?

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৫, ০২:৩০ পিএম


শীতের সময় সহবাসের প্রস্তুতি কেমন হওয়া দরকার?

তাপমাত্রার পারদ ক্রমশ নামছে৷ আর এই ঠান্ডায় কারই বা বেডরুম ছেড়ে বের হতে ইচ্ছে করে৷ কিন্তু কতক্ষণ মানানো যায় শরীর বা মনকে? এক্ষেত্রে স্বামী-স্ত্রীর জন্য রয়েছে কিছু নিয়ম..

শীতেও স্বামী-স্ত্রীর সেক্স লাইফকে রাখতে পারেন তরতাজা, কীভাবে জেনে নিন-

১) সেক্স মানেই জামাকাপড় নিয়ে আমাদের কিছু পুরনো ধারণা রয়েছে যে কম পরিধেয়তেই মাতাতে হবে পার্টনারকে৷ কিন্তু এবার ভেঙে ফেলুন বদ্ধমূল ধারণা৷ ঠান্ডার হাত থেকে রেহাই পেতে সহবাসের সময় ব্যবহার করুন ফারের তৈরি আরামদায়ক লঁজারি বা কোনও অ্যাপীলিং রাত পোশাক৷

২) বিছানায় চূড়ান্ত অ্যাকশন পর্বের আগে খেতে পারেন গরম দুধ, ডিম বা বাদাম ৷ আপনার সাকসেস আটকায় কে? এসব একদিকে যেমন কামনা-বাসনা বাড়ায়, তেমনই এক ঝটকায় বাড়িয়ে তোলে আপনার এনার্জি লেভেলও৷

৩) এছাড়াও সহবাসের আগে খেতে পারেন টাটকা মধু, যা আপনার সেক্সলাইফকে আনন্দদায়ক করবে।

৪) যেদিন সহবাসের পরিকল্পনা থাকবে, সেদিন বাড়ি ফেরার পর ভালো করে গরম জলে হাত-মুখ ধুয়ে গা স্পঞ্জ করে নিন৷ তারপর গায়ে জড়িয়ে নিন পছন্দের রাতপোশাক৷শরীরে ছড়িয়ে নিন বডি স্প্রে৷ আপনার সারাদিনের ক্লান্তি আর ঠান্ডার জবুথবু ভাব নিমেষে হয়ে যাবে গায়েব৷

৫) ঘরে ওরিয়েন্টাল ফ্র্যাগরেন্সের কোনও রুম স্প্রে দিতে চেষ্টা করুন৷ শীতকালে সবসময় বাছা উচিত উগ্র পারফিউম বা স্প্রে ৷ এতে আপনার সঙ্গীর উত্তেজনা বাড়বে বই কমবে না৷

৬) সহবাসের আগে ভালো করে দেখে নিন চাদর ঠিকমতো পরিষ্কার রয়েছে কি না৷ আর কম্বল, লেপ রেখে অযথা বিছানাটাকে ভরিয়ে তুলবেন না৷ ঘর রাখুন পরিষ্কার৷ জমে যাবে সহবাস৷

ইএইচ

Link copied!