Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৪, ২০২২, ১২:১৮ এএম


কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

কবি হেলাল হাফিজকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

কবি হেলাল হাফিজ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কয়েকদিন ধরে শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আজ সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে আসে আমাকে। ভর্তি হলাম এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

অসুখের বিষয়ে জানতে চাইলে কবি বলেন, 'প্রধানত চোখের অসুবিধা, খেতে পারি না, আর হাঁটাচলায় কষ্ট।'

এছাড়া এই কবির কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও আছে।

এর আগে বার্ধক্যজনিত জটিলতার কারণে গত বছর আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল কবি হেলাল হাফিজকে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

ইএফ

Link copied!