Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বইমেলায় সালাহ উদ্দিন শুভ্র’র সায়েন্স ফিকশন ‘গাছেরও মন আছে’

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:১৯ পিএম


বইমেলায় সালাহ উদ্দিন শুভ্র’র সায়েন্স ফিকশন ‘গাছেরও মন আছে’

গাছের প্রাণ আছে সেটা সবাই জানে, মনের কথা কি জানে কেউ? নতুন এক অভিযানে আবু জানতে পেরেছে গাছেরও মন আছে। গাছ মানুষের মতো সামাজিক প্রাণী। অনেক গাছ একসঙ্গে মিলে জঙ্গল গড়ে তোলে। একে-অন্যকে সাহায্য করে।

আর জঙ্গল বা বন মানে সেখানে প্রাণী থাকবে। মানুষ যাবে ঘুরতে অথবা গবেষণা করতে। স্কুলছাত্র আবুও গিয়েছিল বাংলাদেশের এক বনে। সঙ্গে মামি বীথি। আরো ছিলেন সুমা আপা, অজিত দা। তারা কেউ জানত না, খ্যাপাটে এক বিজ্ঞানী সেই বনে আসন গেড়েছেন।

এমনই রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে চলতি বইমেলায় সালাহ উদ্দিন শুভ্র নিয়ে এলেন ছোটদের নতুন সায়েন্স ফিকশন ‘গাছেরও মন আছে।’

একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে, এখনকার কিশোরদের মানসিকতা যেভাবে গড়ে ওঠা স্বাস্থ্যকর, সেসব বিবেচনা করে সালাহ উদ্দিন শুভ্র এর আগে লিখেছিলেন ‘গভীর জলে যাই।’

কাহিনি, চরিত্র আর রস-সাহিত্যের সব গুণই আছে প্রথম সায়েন্স ফিকশনে। ছোটদের জন্য লেখা দ্বিতীয় সায়েন্স ফিকশন ‘গাছেরও মন আছে’ তারই ধারাবাহিকতা।

সালাহ উদ্দিন শুভ্র জানান, ছোটদের জন্য বাংলা সাহিত্যের পুরোনো স্বাদকে তিনি নতুন ভাবে হাজির করতে চান। যার মাধ্যমে কিশোর-কিশোরীরা তাদের আশপাশের সমাজ-প্রকৃতি সম্পর্কে জানতে পাবে ও আগ্রহী হবে। একই সঙ্গে তার বই পাঠে কিশোর-কিশোরীরা বিজ্ঞান বিষয়ে আগ্রহী হবে এবং বিজ্ঞানকে নিবিড়ভাবে বুঝতে চাইবে।

‘গাছেরও মন আছে’ বইটি মেলায় এনেছে প্রকাশনী সংস্থা ‘বৈভব’। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন বাংলা একাডেমি পুরস্কার পাওয়া শিল্পী ধ্রুব এষ। বইটি পাওয়া যাচ্ছে মেলার ৫৪১ নম্বর স্টলে। মূল্য ৩৫০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে বইমেলা থেকে।

Link copied!