Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বইমেলায় খসরু চৌধুরীর দুই বই

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৯:২৮ পিএম


বইমেলায় খসরু চৌধুরীর দুই বই

২০২৩ সালের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বিজিএমইএর পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরীর ‘বঙ্গবন্ধু-বাঙালি জাতির পিতা’ ও ‘মানবতার মা-শেখ হাসিনা’ নামে দুটি বই।  

বই দুইটির প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইগুলো অমর একুশে বইমেলার ২৩ নম্বর প্যাভিলিয়নে (ইত্যাদি গ্রন্থ প্রকাশ) পাওয়া যাচ্ছে।

বঙ্গবন্ধু-বাঙালি জাতির পিতা বইটিতে মো. খসরু চৌধুরী সিআইপি উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বনন্দিত নেতা, একটি স্বাধীন দেশের স্থপতি, একটি জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধুই বিরল নেতা যিনি একই সঙ্গে একটি স্বাধীন দেশ ও স্বাধীন জাতির পিতা। তার নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

অন্যদিকে মানবতার মা-শেখ হাসিনা বইটিতে তিনি উল্লেখ করেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজ কাঁধে তুলে নিয়ে অবিশ্রান্ত পথ চলছেন। নেতৃত্ব ও মানবিকগুণে এরইমধ্যে নিজেকে আসীন করেছেন মানবতার মা হিসেবে। বিগত ১৪ বছরে তার নেতৃত্বে ‘বাংলাদেশ’ এখন বিশ্বদরবারে বারংবার উচ্চারিত একটি নাম।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মময় বর্ণাঢ্য সংগ্রামী জীবনকে এক মলাটে তুলে ধরেছেন বইটির লেখক খসরু চৌধুরী।

কেএস 

Link copied!