Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বইমেলায় নিষিদ্ধ ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১১:২০ এএম


বইমেলায় নিষিদ্ধ ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করার অভিযোগে গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত ববি হাজ্জাজের বই ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ একুশে বইমেলায় নিষিদ্ধ করেছে বাংলা একাডেমির টাস্কফোর্স কমিটি।

বইটির লেখক ববি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে বলেন, ‘বইটির নামই আপত্তিকর। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করে বইটির শিরোনাম করা হয়েছে।’

তিনি বলেন, ‘বইমেলার নীতিমালায় বলা আছে- কাউকে কটাক্ষ করে কোনো বই প্রকাশ করা যাবে না। কিন্তু বইটির শুরুতেই কটাক্ষ করা হয়েছে।’

টাস্কফোর্সের সভাপতি আরও বলেন, ‘বইটি আমি পড়ে দেখেছি, বইটির মধ্যে কিছুই নেই। কটাক্ষ না করে অন্য কোনো নাম ব্যবহার করা যেত। গত সোমবার বইটি আমাদের নজরে এলে আমরা পরদিনই প্রকাশনা প্রতিষ্ঠানকে বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেই। তারা সেটি মেনে নিয়েছে।’

গতিধারার নির্বাহী পরিচালক আহমেদ কাওসার বলেন, ‘বইমেলা কমিটি থেকে মৌখিকভাবে আমাদেরকে বলেছে বইটি বিক্রি বা প্রদর্শন না করতে। আমরা আর বিক্রি করছি না।’

এআরএস

Link copied!