Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

বইমলোয় হুমায়রা স্যারনের দ্বিতীয় বই

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৮:৪৩ পিএম


বইমলোয় হুমায়রা স্যারনের দ্বিতীয় বই

বই মেলায় প্রকাশিত হলো তরুন লেখিকা হুমায়রা স্যারনের উপন্যাস ‘যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল’। আদর্শ প্রকাশনী থেকে আসা বইটি পাওয়া যাবে বইমেলায় আফসার ব্রাদার্সের ১৩৯ – ১৪২ নাম্বার স্টলে।

নতুন বই প্রসঙ্গে হুমায়রা স্যারন বলেন, ‘আমি চেষ্টা করেছি একজন নারীর মনঃসামাজিক অভিজ্ঞতাকে উপন্যাসের ধারাবাহিক তুলে ধরতে। বইটিতে একটি মানবিক গল্প গাঁথনের চেষ্টা ছিলো সকল শ্রেনীর পাঠকের চাহিদা পুরনে।’

চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করা হুমায়রা ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিসের বই পরতেন। অসম্ভব প্রকৃতিপ্রেমি আর বইপোকা তিনি। লেখক জহির রায়হান, হেনরি রাইডার হ্যাগার্ড, হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট তার অনুপ্রেরণা।

গত বছর বের হয়েছিল ‍‍`ব্র্যান্ড নিউ হেল‍‍` এবং যথেষ্ট দর্শক সমাদিত হয়েছিল। চীনে পড়াশুনার সময়েই বইটি লেখা শুরু করেন তিনি। লেখিকার সাথে কথা বলতে এবং বইটি পেতে যেতে হবে আফসার ব্রাদার্স স্টলে।

এবি

Link copied!