মো. তৌফিকুর রহমান
জুলাই ১২, ২০২৩, ০৪:২৭ পিএম
মো. তৌফিকুর রহমান
জুলাই ১২, ২০২৩, ০৪:২৭ পিএম
পেশাগত দায়িত্বের প্রয়োজনে
সকল আরাম আয়েশ ত্যাগ করে যারা,
অসহায় অসুস্থ রোগীর পাশে থাকে
সিস্টার বলে ডাকি, সেবিকাই তারা।।
এক সেবিকা ছিল নাম শাপলা
চেহারাটা ঠিক তার নামের মতন
সদা সময়নিষ্ঠ সেবায় অনন্য
আপন হাতে করে রোগীর যতন।।
বারে বারে নেয় খোজখবর সেই
সেবিকার নামটি জানি লাকি,
দায়িত্ব পালনে অটল থাকে
কাজে তাহার মোটেও নেই ফাঁকি।।
মুখে সদা মিষ্টি হাসি ফোটে
নামটি তাহার নাসরিন,
মিষ্টি কথায় রোগীর রোগ ভুলাতে
নিয়মিত আসে প্রতিদিন।।
রোগীর ইনজেকশন ঔষধ খাওয়ান মাপ দিয়া, সেবিকার নামটি সাদিয়া,
তাহার সেবা মুগ্ধ হয়ে
রোগীরা দেয় হাসিয়া।।
আরেক ছিল সেবিকা নাম কলি
তাহার কথা কি যে বলি,
কাজে খুবই দুরন্তপনা
সেবায় নেই ধীর গতি।।
একের পর এক রোগী দেখার পালা
আসেন সেবিকা মালা,
তাহার হাতের পরশ পেয়ে সারে
অপারেশনের কষ্ট যত জ্বালা।।
এভাবে হাজারো সেবিকা আছেন
কর্তব্য কর্মে সদা অবিচল,
হাসপাতালগুলো তাদের জন্য
আছে হয়ে সচল।