নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৬:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৬:৩৭ পিএম
ফেব্রুয়ারির প্রথম দিনে পর্দা উঠেছে অমর একুশে বইমেলা-২০২৪। ফেব্রুয়ারির দ্বিতীয় দিন শুক্রবার হওয়াতে অনেকে ছুটে এসেছেন বাঙালির প্রাণের মেলায়।
মেলা ঘুরে দেখা যায় কেউ কেউ বন্ধু-বান্ধবদের নিয়ে, কেউবা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে এসেছেন। শিশু, কিশোর-কিশোরীরাও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকদেরসহ মেলায় আসা নতুন বইগুলো।
এ স্টল থেকে ওই স্টলে ঘোরাঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। পছন্দমত বইও কিনছে। অনেকে আবার দল বেঁধে এসে বিভিন্ন স্টল ঘুরে চলে যাচ্ছেন। বইমেলা শুরু হলেও অনেক প্রকাশনী এখনও করছেন শেষ মুহূর্তের স্টল সজ্জার কাজ।
বইমেলায় আসা আবির হোসেন বলেন, সুযোগ পেলেই প্রতিবছর বইমেলায় চলে আসি। স্টলে স্টলে ঘুরি আর বই কিনি। মেলা শুরু হল একদিন হলো। বাকি দিনগুলোতে বইপ্রেমী পাঠক, দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।
অন্য প্রকাশ স্টলের বিক্রয় প্রতিনিধি রায়হান বলেন, মেলা শুরু হল গতকাল। ছুটির দিন হওয়াতে মেলায় আজ অনেক মানুষ এসেছেন। আশা করছি সময়ের সাথে বই বিক্রি বাড়বে।
জিনিয়াস পাবলিকেশনের ম্যানেজার রমিজ আহমেদ বলেন, মেলায় প্রতি বছর আমরা অনেক সাড়া পাই। মানুষ বই পড়ছে না এ কথা সত্য না। মানুষ ভালো বই পড়ছে। আশা করছি এবার মেলাও সফল ও সুন্দর ভাবে আমরা শেষ করতে পারবো।
উল্লেখ্য, এবার নতুন ২০টি প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী অংশে ৪৫৯টি প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে। ১৯৬টি প্রতিষ্ঠান এক ইউনিট, ১০৩টি প্রতিষ্ঠান দুই ইউনিট, ৩৯টি প্রতিষ্ঠান তিন ইউনিট এবং ২০টি প্রতিষ্ঠান চার ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে। প্যাভিলিয়ন পেয়েছে ৩৪টি প্রকাশনা প্রতিষ্ঠান।
অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু চত্বরে ৬৭টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ৩৯টি প্রতিষ্ঠান এক ইউনিট, ২০টি প্রতিষ্ঠান দুই ইউনিট, পাঁচটি প্রতিষ্ঠান তিন ইউনিট এবং তিনটি প্রতিষ্ঠান চার ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে।
এইচআর