Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ৩১টি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৯:২৬ পিএম


বইমেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ৩১টি
ছবি: আমার সংবাদ

আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৪-এর ২য় দিনে নতুন বই এসেছে ৩১টি। সন্ধ্যায় বাংলা একাডেমীর জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমী সূত্রে জানা যায়, ছুটির দিন শুক্রবার মেলা শুরু হয় সকাল ১১:০০টায় এবং চলে রাত ৯:০০টা পর্যন্ত। বইমেলা আজ ছিল শিশুপ্রহর।

বইমেলায় বিশিষ্টজনদের প্রকাশিত বই গুলো হলো:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এর প্রবন্ধ ‍‍`এগিয়ে যাবে বাংলাদেশ‍‍` (আগামী প্রকাশনী), মো. রফিকুল হক আখন্দ এর ইতিহাস গ্রন্থ  ‍‍`বিশ্বজুড়ে আখন্দ বংশ‍‍`(জ্যোতি প্রকাশ), আবদুল মমিন চৌধুরী/সৈয়দ মনজুরুল ইসলাম এর জীবনী গ্রন্থ ‍‍`শ্রেষ্ঠ ১০০ ইতিহাসের শ্রেষ্ঠ শত মনীষীর জীবনী‍‍` (পাঠক সমাবেশ), আবুুল কাসেম এর প্রবন্ধ বঙ্গবন্ধুর রাজনৈতিক অর্থনীতি (অন্যপ্রকাশ), আনোয়ারা সৈয়দ হক এর শ্রেষ্ঠ উপন্যাস ‍‍`উপন্যাস‍‍` (আগামী প্রকাশনী) ইত্যাদি।

আগামীকালের সময়সূচি  :

আগামীকাল ৩রা ফেব্রুয়ারি (২০২৪) শনিবার অমর একুশে বইমেলার ৩য় দিন। মেলা শুরু হবে সকাল ১১:০০টায়, চলবে রাত ৯:০০টা পর্যন্ত। আগামীকাল সকাল ১১:০০টা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।

আলোচনা অনুষ্ঠান :

বিকেল ৪:০০টায় বইমেলার মূলমে  অনুষ্ঠিত হবে দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহম্মদ নূরুল হুদা।

এআরএস

Link copied!