Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আবারও বইমেলা থেকে মুশতাক-তিশাকে বের করে দিল বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৪:১০ পিএম


আবারও বইমেলা থেকে মুশতাক-তিশাকে বের করে দিল বিক্ষুব্ধরা
ছবি: সংগৃহীত

আবারও তোপের মুখে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন খন্দকার মুশতাক ও তিশা। প্রচণ্ড রকম শ্লোগানের মুখে আজ মেলায় এসে নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে।

এ সময় তিশা বিক্ষুব্ধ জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। আর বার বার বলেছিলেন, কারা শ্লোগান দেয় আমি আজ দেখে ছাড়বো। তবে শেষ পর্যন্ত তারা স্টলে প্রবেশ করতে পারেনি।

এর আগে বইমেলায় প্রবেশ করে তিশা গণমাধ্যমকে বলেছিলেন, আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইএইচ

Link copied!