Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বইমেলায় ফারজানা মিতুর নতুন বই ‘তবু মন ভাবে তারে’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৬:০১ পিএম


বইমেলায় ফারজানা মিতুর নতুন বই ‘তবু মন ভাবে তারে’

অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাশিল্পী ফারজানা মিতুর নতুন রোমান্টিক উপন্যাস ‘তবু মন ভাবে তারে’। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী৷ বইটির প্রচ্ছদ এঁকেছেন সজল চৌধুরী৷

বর্তমান সময়ে পাঠকদের বেশিরভাগ থ্রিলার পছন্দ করেন। ফারজানা মিতুও লেখেন বিশ্বাসের কথা। বাস্তবতা আর জীবনের সঙ্গে ঝলসে যাওয়া জীবনের কথা। পাঠকের কথা মাথায় রেখেই থ্রিলার ট্রিলজি লিখতেই তিনি বেশি পছন্দ করেন। ট্রিলজিতেও তার সফল পদচারণা রয়েছে। কখনো যাপিত জীবনের কঠিন নির্মমতা, কখনো বা প্রেমের রসায়ন। লেখার মাঝে এমন বিচিত্র স্বাদ তার লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তার লেখায় বাস্তবতার পটভূমিতে জীবনকে রেখে বিশ্লেষণ ও তার বিচিত্র টানাপোড়েনের ছাপ স্পষ্ট। ফারজানা মিতুর বইয়ের প্রয়োজনীয়তা ঠিক এখানেই।

বাংলা সাহিত্যকে ধরাবাঁধা বৃত্তের বাইরে গিয়ে যারা নতুন রূপ দিতে চেয়েছিলেন তাদের সংখ্যা খুব বেশি নয়। বইয়ের সংখ্যা অপেক্ষা মানসম্মত লেখা নিয়েও বা কজনই ভেবেছেন? যারা ভাবেন তাদেরই একজন তরুণ প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক ফারজানা মিতু। লেখার মাঝেই পাঠক হৃদয়ে ছড়িয়েছেন ভালোবাসার সংক্রমণ। সেই সংক্রমণ থেকেই পাঠক মহলে তার লেখা বইয়ের চাহিদা এবং অভাব বেড়েছে কয়েকগুণ। সে ধারাবাহিকতায় এবারের একুশে বইমেলায় পাঠকদের জন্য এনেছেন ‘তবু মন ভাবে তারে’৷

‘তবু মন ভাবে তারে’ বইটির মোট পৃষ্ঠার সংখ্যা ১১২টি। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডটকমে ও বই বাজার ডটকম থেকেও সংগ্রহ করা যাবে। এছাড়া সরাসরি বইটি পেতে ১৭ নং নালন্দ প্যাভিলিয়নে পাওয়া যাবে।

এছাড়া আলোচিত থ্রিলার ট্রিলজি ‍‍`মুখোশ‍‍` ‍‍`স্কেচ‍‍`, ‍‍`সাইলেন্স‍‍`, পরকীয়া‍‍`, বারবনিতা, ব্রেকিং নিউজ, উপাখ্যান ও প্রেমের উপন্যাস সমগ্রসহ ৩৬ টি বই পাওয়া যাবে।

বইটি প্রসঙ্গে ফারজানা মিতু বলেন, পাঠকের কাছে প্রত্যাশা একটাই, ভালো বই পড়ুন। ভালো বই কিনতে এবং পড়তে অন্যকে উৎসাহিত করুন। লেখকের কাজ লেখায় নিজেকে, নিজের লেখক সত্তাকে ভেঙ্গে নতুন কিছু তৈরি করা৷ আমি সেই কাজটিই করে যাচ্ছি৷

ইএইচ

Link copied!