Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বইমেলায় আমিরুল হাছানের কাব‍্যগ্রন্থ ‘রহস্যের ব্যথা’

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৮:৫৪ পিএম


বইমেলায় আমিরুল হাছানের কাব‍্যগ্রন্থ ‘রহস্যের ব্যথা’

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ হয়েছে নরসিংদী পলাশ ঘোড়াশালের কবি লেখক  আমিরুল হাছানের চতুর্থ একক কাব‍্যগ্রন্থ ‘রহস‍্যের ব্যথা’। পাঁচ ফর্মার বইটি প্রকাশ করেছে কবিতা চর্চা প্রকাশনা। অমর একুশে বইমেলার ৬১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

কবি আমিরুল হাছান তার এবারের কাব্যগ্রন্থে আদি ও আসলের মিলন ঘটানোর চেষ্টা করেছেন। আমিরুল হাছান মূলত কবিতার মধ্য দিয়ে এই বইতে আদি অন্তের শূন্যের ভেতর মানুষের অস্থায়ী জীবনের সংঘ খুঁজেছেন সাধু সন্তের মতো।

কবিতাচর্চা প্রকাশনার প্রকাশক বদরুল হায়দার রহস্যের ব্যথা কাব্যগ্রন্থটি নিয়ে বলেন, রহস্যের ব্যথায় কবি ইচ্ছা, জ্ঞান, সাহস মিলিয়ে একটি আধ্যাত্মিক ধ্যান মগ্নতা রহস্য ভেদের অপার মুগ্ধতার প্রকাশ ঘটাতে চেয়েছেন। রহস্যের ব্যথা কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই পাঠককে নতুন ভাবনায় নিয়ে যাবে। চমৎকার লিখেছেন এই বইটিতে কবি আমিরুল হাছান।

রহস্যের ব্যথা বইটি নিয়ে কবি আমিরুল হাছান বলেন, রহস্যের ব্যথা কাব‍্যগ্রন্থটি আমার একক চতুর্থ  কবিতার বই। বইটি প্রকাশ পাওয়ার পর থেকেই পাঠকের ভালো সাড়া পাচ্ছি। বইমেলায় যারাই পদচারণ করবেন বইটি দেখার অনুরোধ জানান কবিতা প্রেমীদের। 

আরএস

Link copied!